Home - Blog
দেশের প্রথম ই-লার্নিং প্ল্যাটফর্ম চ্যাম্পসটোয়েন্টিওয়ান ডটকম এবং লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ক্লাসটিউন এক দশকেরও বেশি সময় ধরে দেশের শিক্ষাখাতের ডিজিটালাইজেশন ও উন্নয়নে কাজ করে যাচ্ছে। বানান শিক্ষার প্রতিযোগিতা ‘স্পেলিং বি’, শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে ‘সায়েন্স রক’, শিক্ষকদের অবদানকে স্বীকৃতি দিতে ‘স্যালুট দ্য নেশন বিল্ডারস’, সাইবার নিরাপত্তা বিষয়ক ‘বি স্মার্ট ইউজ হার্ট’ ক্যাম্পেইনসহ নানা আয়োজন করে আসছে।